সম্মানিত অভিভাবক শুভেচ্ছা রইলো,
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল ১ম ধাপ (ছোটদের) আগামী ২৮.১২.২০২৪ রোজ শনিবার বেলা ১১.৩০ মিনিটের সময় স্কুলের মিলনায়তনে (প্লে,নার্সারী,স্ট্যা: ওয়ান ও টু) পর্যন্ত ফলাফল প্রকাশিত হবে। এতে আপনার সন্তানের সার্বিক ফলাফল জানতে ছাত্র/ছাত্রী সহ অভিভাবককে স্কুলে যথাসময়ে উপস্থিত থেকে ফলাফল বিবরনী সংগ্রহ করার আহবান জানানো যাচ্ছে।
১ম ধাপের ফলাফল প্রকাশ: ২৮.১২.২৪
রোজ : শনিবারক্লাস: (প্লে,নার্সারী,স্ট্যা:ওয়ান, স্ট্যা: টু)
সময়: বেলা ১১.৩০ মিনিট
স্থান: ব্লু-বার্ড কিন্ডারগার্টেন হলরুম।
বিদ্র: সকল ধাপের আনুষ্টানিক ফলাফল স্কুল থেকে প্রকাশিত হওয়ার পর ওয়েবসাইটো দেখতে পাবেন,ফলাফল ওয়েবসাইটে দেখার জন্য আপনাকে ধৈর্য্য সহকারে অপেক্ষা না করে স্কুলে আসার আহবান জানাচ্ছি।
ব্লু-বার্ড কিন্ডারগার্টেন
কাঠালতলী, বড়লেখা।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1729-134998
ই-মেইল: bluebirdkindergarten@gmail.com
ওয়েব: www.bluebirdkindergarten.com